বিনোদন ডেস্ক :
অনেকদিন পর জোড়া নায়িকার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন অক্ষয় কুমার। নতুন সিনেমায় তার সঙ্গে থাকছেন আলোচিত অভিনেত্রী সোনম কাপুর ও রাধিকা আপ্তে। দুই নায়িকাই বর্তমানে ক্যারিয়ারের শীর্ষ সময় উপভোগ করছেন।
আর বালকির আলোচিত সিনেমা ‘প্যাডম্যান’-এ অভিনয় করবেন এ তিন তারকা। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অমিতাভ বচ্চন।
বুধবার ইনস্টাগ্রামে ‘প্যাডম্যান’-এ নিজের অন্তর্ভুক্তির খবর জানান সোনম। সাথে শেয়ার করে সিনেমাটির পোস্টার।
কয়েক বছর আগে নারীদের জন্য অল্পমূল্যে স্যানাটারি ন্যাপকিন তৈরি করে ভারতে তোলপাড় তুলেন সামাজিক উদ্যোক্তা অরুণাচলম মুরুগানান্থাম। সেই গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘প্যাডম্যান’। সোনম জানান, এমন একটি মর্যাদাকর প্রজেক্টের অংশ হতে পারায় থ্রিল অনুভব করছেন।
রাধিকার সঙ্গে এই প্রথমবার অভিনয় করলেও এর আগে ২০১১ সালে ‘থ্যাংক ইউ’ সিনেমায় সোনমের সঙ্গে অভিনয় করেন অক্ষয় কুমার। তবে সিনেমাটি বক্স অফিসে কোনো সাড়াই তুলতে পারেনি।
মিসেস ফ্যানিবোনস মুভিজের ব্যানারে ‘প্যাডম্যান’ প্রযোজনা করছেন অক্ষয়ের স্ত্রী অভিনেত্রী ও লেখিকা টুইঙ্কেল খান্না।
আরডি/ এসএমএইচ/ ১২ জানুয়ারি ২০১৭।