Home / টপ নিউজ / অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে না সানি লিওনকে!

অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে না সানি লিওনকে!

বিনোদন ডেস্ক :

বলিউডে আসার পর থেকে অনেক ছবিতেই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন। এবার ভিন্ন পথে হাঁটতে যাচ্ছেন। অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করবেন না। শুধু তাই নয়, চুম্বন দৃশ্যেও অাপত্তি রয়েছে সানি লিওনের!

সাম্প্রতিক ইরোটিক থ্রিলার ছবি ‌‌‘বেইমান লাভ’ ছবিতে সানির সহ-অভিনেতা রাজনিয়েশ দুগ্গলের সঙ্গে চুম্বন দৃশ্য করার ক্ষেত্রে ‘আপত্তি’ জানিয়েছিলেন। চিত্রনাট্য অনুযায়ী বেশ কটি চুম্বন দৃশ্য ছিল ছবিটিতে।

একটি সূত্র জানিয়েছে, ইরোটিক ধাঁচের ছবি থেকে সানি লিওন ধীরে ধীরে বের হয়ে আসছেন। এটি এক বছর আগে থেকেই শুরু হয়েছে। ‘লীলা’ ছবিতে সহ-অভিনেতা মোহিত আহলাওয়াতের সঙ্গে একটি ‘লাভ মেকিং’ দৃশ্য ছিল। কিন্তু সেখানে তিনি স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে দৃশ্যায়ন করেছিলেন। এরআগে রাজনিয়েশ দুগ্গলের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করলেও এখন চুম্বনের ক্ষেত্রেও নারাজি জানিয়েছেন সানি।

আরডি/ এসএমএইচ // ২৫ আগস্ট ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...