চট্টগ্রাম, ১৩ মে (অনলাইনবার্তা): ‘বাংলাদেশ স্বাধীন দেশ। আমরা আমাদের মতো করে দেশ পরিচালনা করবো। বিশ্বের কোনো দেশ আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না।’
শুক্রবার (১৩ মে) ভোলায় এক সংক্ষিপ্ত সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী নিজামীদের গাড়িতে পতাকা দিয়ে দেশকে কলঙ্কিত করেছেন খালেদা জিয়া। আর শেখ হাসিনা যুদ্ধাপধীদের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করেছেন।
তিনি আরো বলেন, যেসব রাষ্ট্র এই বিচারের বিরোধীতা করছে, সেসব রাষ্ট্রে বর্তমানে ইসলামী দলগুলো ক্ষমতায় থাকায় তারা বিরোধীতা করছে। এর ফলে কোনো দেশের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না।
এরআগে এক কর্মীসভায় অংশ নেন মন্ত্রী। এতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।