Home / বিনোদন / অভিনেত্রী ছন্দার সঙ্গে জুটি বাঁধলেন অপূর্ব

অভিনেত্রী ছন্দার সঙ্গে জুটি বাঁধলেন অপূর্ব

বিনোদন ডেস্ক:
দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথমাবার জনপ্রিয় অভিনেত্রী ছন্দার সঙ্গে জুটি বাঁধলেন অপূর্ব। তারা অভিনয় করেছেন ‘পাখির পালক পড়ে থাকে’ নামের একটি নাটকে।

এটি রচনা করেছেন ইরাজ আহমেদ এবং পরিচালনা করেছেন সতীর্থ রহমান। সম্প্রতি ঢাকার অদূরে পুবাইলে টেলিছবিটির শুটিং শেষ হয়েছে।

প্রেমনির্ভর কাহিনী নিয়ে নির্মিত নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‌‘এটি বেশ দারুণ একটি গল্প নিয়ে নির্মাণ হয়েছে। বিশেষত চিত্রনাট্যটা চমৎকারভাবে সাজানো হয়েছে। এখন তো অনেক খণ্ড ও টেলিছবি নির্মাণ হয়। যেগুলোর গল্প ও চিত্রনাট্য দর্শকের নজর কাড়তে পারে না। এর পেছনে অবশ্য অনেক জটিলতাও রয়েছে। সেইদিক থেকে এই নাটকটি দেখে মুগ্ধ হবেন দর্শক।’

তিনি বলেন, ‘নাটকের গল্প দর্শকের ভালো লাগবে। কারণ গল্পের গাঁথুনি ছিল অসাধারণ।’

খুব শিগগির নাটকটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।
মুক্তা // এসএমএইচ // জানুয়ারি ৩১, ২০১৭

x

Check Also

মুক্তি পেয়েছে ট্রেলার

হিন্দি সিনেমার দুনিয়া অপেক্ষা করছে একসঙ্গে অজয় দেবগণ, অক্ষয় কুমার ও রণবীর ...