স্পোর্টস ডেস্ক :
অস্ট্রেলিয়া ওপেনে চলছে তারকা পতনের মিছিল! তবে সেই মিছিলে যোগ দেননি সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল। টুর্নামেন্টের শেষ আটের খেলা নিশ্চিত করেছেন তারা।
পুরুষ এককের শেষ ষোলোর লড়াইয়ে নাদাল পরাজিত করেছেন জায়েল মফিলসকে; ৬-৩, ৬-৩, ৪-৬, ৬-৪ গেমে। আর সেরেনা উইলিয়ামস জয় তুলে নিয়েছেন চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ত্রিকোভার বিপক্ষে, ৭-৫, ৬-৪ গেমে।
কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মিলোস রাওনিকের বিপক্ষে লড়বেন রাফায়েল নাদাল। আর শেষ চারে ওঠার ম্যাচে সেরেনা খেলবেন ইয়োহানা কোন্তার বিপক্ষে।
এসএমএইচ // জানুয়ারি ২৪,২০১৭