আন্তর্জাতিক ডেস্ক :
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)এর শীর্ষ নেতা ও মুখপাত্র আবু মুহাম্মদ আল-আদনানি নিহত হয়েছেন।
আইএস এর সংবাদসংস্থা আমাক নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে।
আমাক জানায়, সিরিয়ার আলেপ্পোতে সামরিক হামলা প্রতিরোধ করতে গিয়ে তিনি মারা যান।
তবে তিনি বিমান হামলায় মারা গেছেন নাকি স্থল সেনাদের হামলায় তার বিস্তারিত জানায়নি আমাক।
সিরিয়ার উত্তরাঞ্চলে বানাশ শহরে ১৯৭৭ সালে আল-আদনানির জন্ম।
আরডি/ এসএমএইচ // ৩১ আগস্ট ২০১৬।