চট্টগ্রাম, ১৪ জুলাই (অনলাইনবার্তা): আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম শীর্ষ কমান্ডার ওমর শিশানির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আইএস।
বুধবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, গত মার্চ মাসে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন বিমান হামলায় আহত হয়ে মৃত্যু হয় শিশানির।
তবে আইএসের নিউজ এজেন্সি আমাক জানায়, ইরাকের মসুল অঞ্চলের দক্ষিণের শিরকত শহরে এক যুদ্ধে মৃত্যু হয়েছে শিশানির।
শিশানির প্রকৃত নাম তারখান বাতিরাশভিলি, কিন্তু তিনি ওমর দ্য চেচেন নামে পরিচিত ছিলেন। আইএসের কথিত নেতা আবু বকর আল-বাগদাদির ঘনিষ্ঠ সামরিক পরামর্শক হিসেবেও ওমর শিশানি পরিচিত।