আন্তর্জাতিক ডেস্ক :
প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের থাকা না থাকা নিয়ে আজ সিদ্ধান্ত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাতে এক টুইটবার্তায় ট্রাম্প জানান, এই চুক্তিটি নিয়ে বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১৯টায় সিদ্ধান্ত জানাবেন তিনি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা গেছে, টুইটার বার্তায় নির্বাচনী প্রচারণাকালে তার জনপ্রিয় শ্লোগান ‘আমেরিকাকে আবারো মহান করে তুলুন’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টায় প্যারিস জলবায়ু চুক্তির বিষয়ে আমার সিদ্ধান্ত ঘোষণা করবো।’
মুক্তা // এসএমএইচ // বৃহস্পতিবার, ১ জুন ২০১৭