Home / টপ নিউজ / আনুশকার ‘প্রেমে পড়েছেন’ আরেক বলিউড নায়িকা!

আনুশকার ‘প্রেমে পড়েছেন’ আরেক বলিউড নায়িকা!

বিনোদন ডেস্ক :

বর্তমানে বলিউডের টপ সুপারস্টারদের মাঝে একজন আনুশকা শর্মা। একের পর এক সুপারহিট ছবি কিংবা বিরাট কোহলির সঙ্গে প্রেমের সুবাদে তিনি সবসময় আলোচনায়। ঐশ্বরিয়ার সঙ্গে তার আপকামিং ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-ছবিটি এখন পাকিস্তানি শিল্পী ইস্যুতে দারুণ জটিলতায় পড়েছে। কিন্তু আনুশকা যথারীতি উড়ছেন।

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতেও যথারীতি দারুণ অভিনয় করেছেন আনুশকা। ছবির ট্রেইলারেই তার সুস্পষ্ট প্রমাণ। এই ট্রেইলার দেখেই আনুশকার প্রেমে পড়েছেন আর একজন। তিনিও বলিউড অভিনেত্রী। হ্যাঁ, তিনি বলিউডে বহুল আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরিণীতি চোপড়া।

আনুশকাকে তার ভালবাসার কথা জানাতে টুইট করে পরিণীতি লিখেছেন, “গার্ল ক্রাশ!” এর উত্তরে আনুশকাও মজা করে লিখেছেন, “থ্যাঙ্ক ইউ হটি।” দুই নায়িকার এই ‘প্রেম’ আপাতত নেট দুনিয়ার আলোচিত বিষয়।

আরডি/ ১৭ অক্টোবর ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...