Home / জেলা সংবাদ / আনোয়ারা ও লোহাগাড়ায় ব্যাপক সংঘর্ষ

আনোয়ারা ও লোহাগাড়ায় ব্যাপক সংঘর্ষ

চট্টগ্রাম, ৪ জুন (অনলাইনবার্তা): আনোয়ারা উপজেলার বারাসাত ইউনিয়ন লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া ইউনিয়নে ব্যপক সংঘর্ষের ঘটনা ঘটেছে

এতে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগাড়ার দক্ষিন চাকছিরানী ভোট কেন্দ্রে আনোয়ারার বারাসাত ইউনিয়নের দারুসুন্নাহ মাদরাসা কেন্দ্রে দুপুর পৌণে একটার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে

দারুসুন্নাহ মাদরাসা কেন্দ্রে থাকা স্থানীয় সাংবাদিক মাহফুজ জানান, দুপুর ১২টার দিকে বিএনপি প্রার্থীর সমর্থকরা ভোট কেন্দ্র দখলে নিলে, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের সাথে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় উভয় পক্ষে ব্যপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন, এর মধ্যে জন গুলিবিদ্ধ আছেন

এদিকে বেলা সাড়ে ১২টার দিকে লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের দক্ষিন চাকছিরানী ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষ ধারালো দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে হামলা করে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। পরে বিজিবি সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই ভোট কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে

x

Check Also

 রাবির ৯ শিক্ষকের থানায় জিডি, সন্ত্রাসী হামলার আশঙ্কা

সন্ত্রাসী হামলার আশঙ্কায় উদ্বিগ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৯ শিক্ষক। এ কারণে রবিবার ...