Home / টপ নিউজ / আবারো টাইগারের সাথে কৃতি

আবারো টাইগারের সাথে কৃতি

বিনোদন ডেস্ক :

‘হিরোপান্তি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় কৃতি স্যাননের। তার বিপরীতে ছিলেন টাইগার শ্রফ। এরপর তাদের দেখা যায় একটি মিউজিক ভিডিওতে।

বছর দুয়েক বিরতির পর এ জুটি আবারো সিনেমায় অভিনয় করছেন। সে খবর জানিয়ে চমকে দিলেন কৃতি।

টুইটারে রোববার ‍‘দিলওয়ালে’ অভিনেত্রী জানান, নামি নির্মাতা আনন্দ এল রাইয়ের পরিচালনায় তাদের দেখবে দর্শক। পাশাপাশি শেয়ার করা ছবিতে কৃতির সঙ্গে দেখা যায় টাইগার ও আনন্দকে।

তিনি জানান, বর্তমানে বানারসিতে অবস্থান করছে শুটিং টিম।

বোঝাই যাচ্ছে, নতুন সিনেমাটি কৃতি ও টাইগারের ক্যারিয়ারে সাফল্যের আরো একটি পালক যোগ করল।

এর আগে ‘তনু ওয়েডস মনু’, ‘রানঝানা’ ও ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এর মত প্রশংসিত ও বাণিজ্যসফল সিনেমা উপহার দিয়েছেন আনন্দ। এছাড়া শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে নির্মাণ করবেন পরের সিনেমা।

 আরডি/ ২০ সেপ্টেম্বর ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...