Home / টপ নিউজ / আমির খানের নতুন রূপ

আমির খানের নতুন রূপ

বিনোদন ডেস্ক :

এই খবর মোটামুটি সবার জানা যে, ‌‘দঙ্গল’ ছবির পর আমির খান ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে কাজ করবেন। ছবিতে একজন সংগ্রামী গায়িকার ও তার জীবনকাহিনী তুলে ধরা হবে। অবশ্য সেখানে খানে একটি ক্যামিও চরিত্রে থাকবেন তিনি।

ছবিতে আমির খান থাকবেন সংগীত পরিচালকের চরিত্রে। সেখানে নতুন রূপে দেখা যাবে তাকে। গত মঙ্গলবার থেকে ছবিটির শুটিং শুরু করেছেন আমির। ‌‌‘সিক্রেট সুপারস্টার’ সিনেমাটি পরিচালনা করছেন আমিরের সাবেক ম্যানেজার আদাভাইত চন্দন।

 আরডি/ ১০ সেপ্টেম্বর ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...