নিজস্ব প্রতিবেদক :
ঢাকার অদূরে আশুলিয়ার কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের গ্যাসলাইট কারখানায় অগ্নিদগ্ধদের মধ্যে আঁখি আক্তার (১৪) নামে এক কিশোরীর মৃত্য হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ২টার দিকে সে মারা যায়।
ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, আঁখির শরীরের শ্বাসনালীসহ ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
আঁখি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভিকুমপুর গ্রামের আশরাফ আলীর মেয়ে। সে দেড়মাস ধরে ওই কারখানায় চাকরি করছিল। তারা আশুলিয়ার জিরাবো এলাকাতে থাকত।
জিরাবো ফুলবাগান এলাকার কালার ম্যাক্স কারখানায় মঙ্গলবার বিকেল ৪টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৬ জন দগ্ধ হন। তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন জানান, বিকেল ৪টার দিকে হঠাৎ আগুন দেখতে পায় ফ্যাক্টরির লোকজন। পরে তারা ডিইপিজেড ফায়ার সার্ভিসে খবর দিলে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। পরবর্তীতে আগুনের তীব্রতা বেশি থাকায় সাভার, টঙ্গী ও সদর দফতর থেকে আরো ৬টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় দীর্ঘ আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ৮টার দিকে আগুন পুরোপুরি নিভে যায় বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
তদন্ত ছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি তিনি।
আরডি/ এসএমএইচ/ ২৩ নভেম্বর ২০১৬।