চট্টগ্রাম, ১১ জুলাই (অনলাইনবার্তা): বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
সোমবার (১১ জুলাই) চট্টগ্রাম মহানগর হাকিম নওরিন আক্তার কাঁকন এ আদেশ দিয়েছেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, কোতয়ালি থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য দশদিনের রিমাণ্ডে নেয়ার আবেদন জানিয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত রিমাণ্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।
রিমাণ্ড শুনানির জন্য সোমবার আসলাম চৌধুরীকে কারাগারে নেয়া হয়। শুনানি শেষে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।