চট্টগ্রাম, ২৩ জুন (অনলাইনবার্তা): চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) জিএফ টেক্সটাইল নামের তোয়ালে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার অবকাঠামো, মেশিনারিজ, সুতা সব পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত সর্ম্পকে এখনো কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের অপারেটর মো. হুমায়ুন কবির জানান, রাত সাড়ে নয়টার দিকে তোয়ালে কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ইপিজেড, বন্দর ও আগ্রাবাদ ইউনিটের ১৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। দুই ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্তসাপেক্ষে কারণ জানা যাবে বলে আশা করছি।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।