চট্টগ্রাম, ২৯ মে (অনলাইনবার্তা): চট্টগ্রামের পতেঙ্গা থানার কর্ণফুলী ইপিজেডে আগুনে রিসোর্স ফোম অ্যান্ড এক্সেসরিজ নামের একটি প্যাকেজিং কারখানা পুড়ে গেছে।
রোববার ভোরে কারখানায় অগ্নিকাণ্ডের সময় সেখানে কেউ ছিলেন না।
পরে ফায়ার সার্ভিসের বন্দর ও আগ্রাবাদ স্টেশনের আটটি গাড়ি গিয়ে সকাল পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে বাহিনীর উপ-সহকারী পরিচালক আব্দুল মালেক জানান।
কর্ণফুলী ইপিজেডের ১৮ নম্বর প্লটে অবস্থিত এই কারখানায় থাকা বিভিন্ন রাসায়নিক, যন্ত্রপাতি, প্যাকেজিংয়ের উপকরণ পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
আব্দুল মালেক বলেন, “কারখানাটিতে অগ্নি নির্বাপণের ব্যবস্থা ভালো ছিল না। আমাদের দেরিতে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে পুরো কারখানাটি পুড়তে দেখি।
“পানির রিজার্ভার ছিল দূরে। সেখান থেকে পানি নেওয়াও সম্ভব হচ্ছিল না। আশেপাশের কারখানার রিজার্ভার থেকে পানি নিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি।”
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া বলেন, আগুনে একতলা ভবনটির ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এর টেম্পার চলে গেছে। যে কোনো সময় ধসে পড়তে পারে।