চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং এলাকা থেকে ৪ হাজার ২শত পিস ইয়াবাসহ মাদক এক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটক মাদক ব্যবসায়ীর নাম মাইনুদ্দীন (৩৬)।
সোমবার রাত ৮ টা নাগাদ সিমেন্ট ক্রসিং মোড়স্থ নিজামের চায়ের দোকানের সামনে থেকে ইয়াবাসহ মাইনুদ্দীনকে আটক করে পুলিশ।
আটক মাইনুদ্দীন ভোলা জেলার সদর থানার জমিরা লতা গ্রামের মিজি বাড়ীর মৃত আলীর পুত্র।
বিষয় নিশ্চিত করে ইপিজেড থানার এস আই নাসিম জানায়, আটককৃত মইনুদ্দীন দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসায় জড়িত রয়েছে এমনি তথ্য ছিল আমাদের কাছে। সোমবার গোপন তথ্যে জানতে পারি তার একটি ইয়াবার চালান আসছে। সে অনুযায়ী আমরা তাকে তল্লাশি করলে তার কাছ থেকে ৪ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করি।
এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।
মুক্তা // এসএমএইচ // এপ্রিল ২৫, ২০১৭