বিনোদন ডেস্ক :
ইরফান সাজ্জাদ ও মৌসুমী হামিদ জুটি বেঁধে একটি নাটকের শুটিংয়ে অংশ নিলেন। নাটকটির নাম ‘সারপ্রাইজ’।
সৈয়দ ইকবালের লেখায় নাটকটি পরিচালনা করছেন আজাদ আল মামুন।
‘সারপ্রাইজ’ এর গল্পে দেখা যাবে, ইরফান তার প্রেমিকা মৌসুমীকে সারপ্রাইজ উপহার দিতে চায়। কিন্তু কোনোভাবেই সে সফল হয় না। কারণ, কোনো না কোনোভাবে মৌসুমি সারপ্রাইজ উপহারের কথা আগেই জেনে যায়। কিন্তু নাটকের শেষে থাকছে মূল চমক।
ইরফান বলেন, মৌসুমি দুর্দান্ত অভিনয় করে। ওর সঙ্গে অভিনয় করতে গেলে দ্রুত শট ওকে হয়ে যায়। বারবার শট দেওয়া লাগে না। নতুন এ নাটকটির গল্প দারুণ।
নাটকটি শিগগিরই কোন একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে বলে জানা গেছে।এসএমএইচ // জানুয়ারি ২৪,২০১৭