চট্টগ্রাম, ১৮ জুন (অনলাইনবার্তা): ইরাকের উত্তরাঞ্চলে জঙ্গি সংগঠন আইএস’র হামলায় স্থানীয় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুন) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুন) বাগদাদ থেকে ১৬০ কিলোমিটার উত্তরে একটি গ্রামে জঙ্গি সংগঠনটির হামলায় নিরাপত্তা বাহিনীর ওই সদস্যরা নিহত হন।
তবে হামলার বিষয়ে আইএস’র পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি।