Home / আন্তর্জাতিক / ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইএস নেতাসহ নিহত ৭০

ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইএস নেতাসহ নিহত ৭০

চট্টগ্রাম, ২৮ মে (অনলাইনবার্তা): ইরাকের ফাল্লুজায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট। এতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) এক কমান্ডারসহ অন্তত ৭০ জঙ্গি নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মে) যুক্তরাষ্ট্রের সামরিক মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্টিভ জানান, গত চার দিনে আইএসের অবস্থান লক্ষ্য করে অন্তত ২০টি বিমান হামলা চালানো হয়েছে। আর এ হামলায় আইএস কমান্ডার মাহের আল-বিলওয়ালি নিহত হয়েছেন ।

তিনি আরও জানান, এতে করে জঙ্গি সংগঠনটিকে পুরোপুরি থামানো না গেলেও বড়সর একটি আঘাত দেওয়া গেছে।

২০১৪ সালে ফাল্লুজা নিজেদের নিয়ন্ত্রণে নেয় আইএস। এর পর থেকে সেখানে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার সাধারণ নাগরিক আটকা পড়ে আছেন।

x

Check Also

আমি হারলে ধরে নিতে হবে জালিয়াতি হয়েছে : ট্রাম্প

তাকে হারানোর একমাত্র রাস্তা ভোট জালিয়াতি। বিরোধীরা সেই চেষ্টাই করছে- রিপাবলিকানের নির্বাচনী ...