চট্টগ্রাম, ১৪ জুলাই (অনলাইনবার্তা): আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর হিসেবে অভিষিক্ত হওয়ার পরপরই ‘উত্তম ব্রিটেনের’ অঙ্গীকার করেছেন টেরিজা মে। ঘোষণায় তিনি জানান, এমন ব্রিটেন গড়ে তোলা হবে যেখানে সবার জন্য কাজ করা হবে।
বুধবার (১৩ এপ্রিল) রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ পেয়ে রানির প্রাসাদ বাকিংহাম প্যালেসে যান তিনি। সেখান থেকে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে নিজের প্রথম ভাষণে উত্তম ব্রিটেন তৈরির কথা জানান তিনি।
টেরিজা মে মার্গারেট থ্যাচারের পর ব্রিটেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।
এরআগে বাকিংহাস প্যালসে গিয়ে রানির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।