নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় নূর হোসেনসহ ২৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন আজ সোমবার সকাল ১০টার দিকে এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, প্রতিদিনই আমাদের চোখ দিয়ে পানি পড়ে। এই দিনটির অপেক্ষায় ছিলাম। কাঙ্ক্ষিত দিনে কাঙ্ক্ষিত রায় পেয়েছি। এ রায়ের জন্য সরকার ও বিচারককে ধন্যবাদ জানাচ্ছি। তবে আত্মতুষ্টিতে ভুগতে চায় না। আমরা এ রায়ের দ্রুত কার্যকর চায়।
সেলিনা আরো বলেন, আজো হুমকি আসে। স্বামীর মতো পরিণতি বরণ করতে হবে বলে উড়ো চিঠি আসে। এ রায় কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই।
মুক্তা // এসএমএইচ // জানুয়ারি ১৬, ২০১৭