Home / টপ নিউজ / এই প্রথম মিউজিক ভিডিওতে বাঁধন

এই প্রথম মিউজিক ভিডিওতে বাঁধন

বিনোদন ডেস্ক :

শিশুশিল্পী আতিকা রহমান মম’র ‘আমি শিশু হয়ে থাকবো’ গানের ভিডিওতে মডেল হলেন অভিনেত্রী বাঁধন। এই ভিডিওটির মাধ্যমে প্রথমবারের মতো কোন মিউজিক ভিডিওতে মডেল হিসেবে বাঁধনকে দেখা যাবে। আর বাঁধনের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন শিল্পী মম নিজেই।

মনিরুজ্জামান মনিরের কথায় ‘আমি শিশু হয়ে থাকবো’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। থ্রিডি প্রোডাকশনের ব্যানারে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মো. আতিকুর রহমান। ভিডিওটির নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল ও চিত্রগ্রহণ করেছেন আনোয়ারুল ইসলাম।

আতিকা রহমান মম বলেন, ‘বাবা দিবসে আমি বাবাকে নিয়ে গান করেছি। আর এবার সেই ধারাবাহিকতায় মাকে নিয়ে গান করলাম। বাবা ও মাকে নিয়ে গান গেয়ে তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আরো গভীর হয়েছে।’

অভিনেত্রী বাঁধন বলেন, ‘একজন মা তার মেয়ের জন্য যেরূপ মমতা অনুভব করেন, তেমনি একটি মেয়ের মধ্যেও তার মায়ের জন্য অনুরূপ ভালোবাসা জন্মায়। এই গানটির ভিডিওতে মা-মেয়ের মধ্যেকার মধুর সম্পর্ককে নির্মাতা দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে।’

গীতিকার মনিরুজ্জামান মনির বলেন, ‘একটি মেয়ের তার মায়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশটাই মূলত এই গানটিতে বোঝানো হয়েছে। মেয়ে বড় হয়ে বিয়ে করে মাকে ছেড়ে চলে যাবার যে কষ্ট সেটি শ্রোতারা গানটিতে অনুভব করতে পারবেন।’ 

সংগীত পরিচালক আলাউদ্দিন আলী বলেন, ‘মম খুবই সম্ভাবনাময়ী একটি শিশুশিল্পী। তার গায়কী ভালো। গানের প্রতি তার আন্তরিকতা রয়েছে। যথাযথ পরিচর্চা করলে আগামী দিনে সে বড় শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে বলে আমার বিশ্বাস।’

উল্লেখ্য, সংগীত চর্চা ছাড়াও মম নিয়মিত টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করছে। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও তার সরব উপস্থিতি রয়েছে।

 আরডি/ এসএমএইচ // ১৯ আগস্ট ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...