বিনোদন ডেস্ক :
লিজা ক্লোজআপ ওয়ান তারকা, আর নদী সেরাকণ্ঠের। দুই প্রতিযোগিতা থেকে উঠে আসা এই দুই সংগীত তারকা এক অ্যালবামে গান করলেন প্রথমবারের মতো। ছয়টি গান নিয়ে অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘চাঁদমুখ’। সেখানে আলাদাভাবে তিনটি করে গান করেছেন তারা দুজন।
অ্যালবামে নিজের গান প্রসঙ্গে লিজা বলেন, ‘আমার একটি গান ব্যান্ড সংগীতের আদলে তৈরি হয়েছে। গায়কীর ভিন্নতা আনতেই এই প্রচেষ্টা। অন্য দুটি মেলোডি। পাশাপাশি নদীকে সঙ্গে নিয়ে এই অ্যালবামটি করতে পেরে ভালো লাগছে। গানের ভুবনে আমরা খুব ভালো বন্ধু। আর বন্ধুরা মিলে সবসময়ই ভালো কিছু হয়। আশা করছি অ্যালবামটিও শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাবে।’
অন্যদিকে নদী বলেন, ‘আমাদের দুজনেরই আলাদা ভক্ত-শ্রোতা আছেন। দুজন এক হওয়াতে অ্যালবামটি বেশি শ্রোতাদের কাছে পৌঁছানোর সুযোগ পাবে। আমার গানগুলো ভিন্ন ভিন্ন হয়েছে। কথা ও সুরে বৈচিত্র আছে। আশা করছি শ্রোতারা আমাদের গান পছন্দ করবেন।’
‘চাঁদমুখ’ অ্যালবামে সবক’টি গান লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর ও সংগীত করেছেন জে কে মজলিশ, প্রত্যয় খান, নাহিদ নোমান অরুপ, রেজোয়ান শেখ ও মেহতাজ।
আগামী ঈদ উপলক্ষে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে এক্সক্লুসিভ জিপি মিউজিকে শোনা যাবে যাবে ‘চাঁদমুখ’ অ্যালবামের গানগুলো।
আরডি/ এসএমএইচ // ২৭ আগস্ট ২০১৬।