চট্টগ্রাম, ৭ জুন (অনলাইনবার্তা): পবিত্র রমজানের প্রথম দিনে প্রতিবারের মতো এতিমদের সঙ্গে ইফতারি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
মঙ্গলবার (০৭ জুন) রাজধানীর গুলশানে ইমানুয়েলস কনভেনশন সেন্টারে প্রতিবছরের মতো এবারও এতিমদের সঙ্গে ইফতার করলেন সাবেক এই রাষ্ট্রপতি। জাপা ঢাকা মহানগর উত্তর আয়োজিত ইফতার মাহফিলে এতিম শিশুদের মাঝে জায়নামাজ ও তজবি বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দলটির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতী, সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহমেদ বাবুল, মহানগর দক্ষিণ সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলাসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা।