Home / টপ নিউজ / এবার ঈদ যাত্রায় ভোগান্তি কম, মানুষ নির্বিঘ্নে যেতে পারছে : সেতুমন্ত্রী

এবার ঈদ যাত্রায় ভোগান্তি কম, মানুষ নির্বিঘ্নে যেতে পারছে : সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
মন্ত্রীর পরিদর্শনের কারণে ঈদযাত্রায় জনদুর্ভোগ বাড়ে- এমন প্রশ্নে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি পরিদর্শনে যাচ্ছেন। শনিবার সকাল ১০টার দিকে ওবায়দুল কাদের রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে যাত্রীদের খোঁজ-খবর নেন। এরপর তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, এবার ঈদ যাত্রায় ভোগান্তি কম, মানুষ নির্বিঘ্নে যেতে পারছে। এসময় মন্ত্রীর পরিদর্শন এবং সঙ্গে থাকা গণমাধ্যমের গাড়ির চাপে জনদুর্ভোগ বাড়ার অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক। জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমাকে তো খোঁজ-খবর নিতে হবে। আর ঈদযাত্রায় মানুষের খোঁজ-খবর নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমাকে আসতেই হবে, মিডিয়ার গাড়ি না আসলেও আমাকে আসতে হবে।’ অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আরেক প্রশ্নে তিনি বলেন, ‘এটি এখনো আমার দৃষ্টিতে আসেনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ এসময় তিনি রংপুরে ট্রাক উল্টে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেন। পাশাপাশি বাস মালিকদের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী না নেওয়ার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
মুক্তা // এসএমএইচ //শনিবার, ২৪ জুন ২০১৭

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...