নিজস্ব প্রতিবেদক :
বুধবার বিকেল ৫টার দিকে কোটবাড়ির কবরস্থান এলাকার একটি বাড়িকে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে অবস্থান নেয় পুলিশ।মৌলভীবাজারের দুই বাড়ি ঘিরে জঙ্গি বিরোধী অভিযানের মধ্যেই এবার কুমিল্লার কোর্টবাড়ি এলাকায় একটি জঙ্গি আস্তানার সন্ধান মিলেছে।
কুমিল্লার পুলিশ সুপার শাহ আবির হাসান সমকালকে এতথ্য জানান।
সাব্বির//এসএমএইচ //মার্চ২৯, ২০১৭