Home / টপ নিউজ / এবার চোরের চরিত্রে শখ

এবার চোরের চরিত্রে শখ

বিনোদন ডেস্ক :

ধনী বাবার আদরের কন্যা শখ। পড়াশোনা আর বন্ধুদের সঙ্গে হেসে-খেলে দিন কাটে তার। তবে তার এক ধরণের মানসিক রোগ আছে যেটা সে নিজেও কখনো বুঝতে পারে না। তার অসুস্থতা হলো সে যেখানেই যায় সেখান থেকে কিছু না কিছু চুরি করে নিয়ে আসে।
কিন্তু সে যে চুরি করেছে এটা কখনো স্বীকার করে না। বন্ধুরা সবই বুঝতে পারে কিন্তু শখকে বললে সে মন খারাপ করবে তাই বলে না। এক সময় শখের বিয়ে হয়। কিন্তু রোগটা থেকে যায়। এ নিয়ে স্বামীর কাছে একের পর এক অভিযোগ আসতে থাকে। এমনই গল্প নিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘সাইলেন্ট থিফ’।
তানিম রহমানের রচনা ও কৌশিক শংকর দাশের পরিচালনায় এতে অভিনয় করেছেন শখ, নিলয়সহ আরও অনেকে। আগামীকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।

আরডি/ এসএমএইচ // ৩১ আগস্ট ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...