নিজস্ব প্রতিবেদক :
ভারতের রিটেইল বাজারে সফলতার পর এবার বাংলাদেশ ও মিয়ানমারের বাজারে প্রবেশ করতে চাইছে টাটা স্টিল। টাটা স্টিলের পক্ষ থেকে বলা হয়, ‘ভারতের বি টু সি বাজারে ব্রান্ড ও ডিস্ট্রিবিউশন চ্যানেলে আমরা বেশ সফলতা দেখিয়েছি। এখন আমরা বাংলাদেশ ও মিয়ানমারের বাজারের দিকে তাকাচ্ছি। এ দুটি দেশের বাজারও ভারতের মতো।’
টাটা স্টিলের এমডি টি ভি নরেন্দ্রান আরও বলেন, ‘ভারত ও দক্ষিণ এশিয়াতে বি টু সি মার্কেটের ব্রান্ড ও ডিস্ট্রিবিউশন চ্যানেলে আমরা ভালো সম্ভাবনা দেখছি।’
তবে কিভাবে তারা আগাবে এ নিয়ে বেশি কিছু বলেননি টাটা স্টিলের ব্যবস্থাপনা পরিচালক।
বেঙ্গল চেম্বার অব কমার্স এ কথা বলতে জানান কিভাবে বৈশ্বিক স্টান্ডার্ডের চেয়ে আর এন্ড ডি (গবেষণা ও উন্নয়ন) সেক্টরে কম খরচ করা হয়। যেখানে বিশ্বের অন্যান্য দেশে মোট আয়ের ২ শতাংশ ব্যয় হয় সে সেক্টরে সেখানে ভারতে ০.৫ শতাংশ ব্যয় হয়।
এসএমএইচ //১৯,ফেব্রুয়ারি ২০১৭