Home / আন্তর্জাতিক / এবার স্টেডিয়ামে যাবেন সৌদি নারীরা

এবার স্টেডিয়ামে যাবেন সৌদি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক :

এবার সৌদি নারীদের স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দিতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে গত মাসে সৌদি নারীদের ওপর থেকে ড্রাইভিংয়ের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির তিনটি বড় শহর রিয়াদ, জেদ্দা এবং দাম্মামে ২০১৮ সালের প্রথম দিক থেকে পরিবারগুলোকে স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হবে।

অতি রক্ষণশীল সৌদি আরবের সমাজে নারীদের ওপর নানা ধরনের কড়া বিধি-নিষেধ আছে। কর্তৃপক্ষ বলছে, সেসব স্টেডিয়ামে নারীদের যাবার অনুমতি দেওয়া হচ্ছে, সেখানে রেস্টুরেন্ট, ক্যাফে এবং বড় পর্দা বসানো হবে।

গত মাসে সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে রিয়াদের একটি স্টেডিয়ামে নারীদের যাবার অনুমতি দেওয়া হয়েছিল। তবে এটি নিয়ে কট্টরপন্থীদের অনেকে সমালোচনা করেছিলেন।

সৌদি আরবে অভিভাবকত্বের নিয়ম অনুযায়ী নারীরা যদি পড়াশুনা, ভ্রমণ কিংবা অন্যান্য কাজে যেতে চায় তাহলে পরিবারের পুরুষ সদস্যদের অনুমতি নিয়ে যেতে হয়। এসব পুরুষ সদস্যদের মধ্যে রয়েছে বাবা, স্বামী কিংবা ভাই।

গত সপ্তাহে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, সৌদি আরব আগে যে রকম ছিল ঠিক সে অবস্থায় ফিরে যাবে।

তিনি আরো বলেন, সৌদি আরব একটি মধ্যপন্থী ইসলামিক দেশ হবে যেখানে সব ধর্মের প্রতি সহিষ্ণুতা থাকবে।

কাওছার আক্তার মুক্তা // এসএমএইচ// সোমবার ৩০ অক্টোবর ২০১৭ ১৫ কার্তিক ১৪২৪

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...