নিজস্ব প্রতিবেদক :
দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় সন্দেহভাজন আরো সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, তারা জামায়াত-শিবিরের নেতাকর্মী। রোববার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এর আগে শনিবার দুপুরে খুনি সন্দেহে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। তারা জেলহাজতে রয়েছেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, গ্রেফতাররা জামায়াত-শিবিরের নেতাকর্মী। এদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। তবে তিনি তদন্তের স্বার্থে তাদের পরিচয় জানাতে রাজি হননি।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন ৩১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে আইসিইউতে নেওয়া হয়। রাত সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরডি/ এসএমএইচ/ ৮ জানুয়ারি ২০১৭।