নিজস্ব প্রতিবেদক :
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আজ সোমবার। খবরটি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
তিনি গণমাধ্যমকে জানান, এরইমধ্যে ফল প্রকাশের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। তবে সামগ্রিক প্রস্তুতি নিয়েই ফল প্রকাশ করা হচ্ছে।
উল্লেখ্য, ৬ অক্টোবর রাজধানীসহ দেশের ২০টি সরকারি মেডিকেল কলেজের ৩৪টি কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮২ হাজার ৭৮৮ জন শিক্ষার্থী আবেদন করেন।
কাওছার আক্তার মুক্তা // এসএমএইচ// সোমবার, ৯ অক্টোবর ২০১৭, ২৪ আশ্বিন ১৪২৪