চট্টগ্রাম, ১২ মে (অনলাইনবার্তা): এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে গণিতের ফল পুনঃনিরীক্ষণের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার নগরীর পাঁচলাইশে অবস্থিত চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করে তারা।
পাঁচলাইশ থানার এসআই আবদুল মোতালেব জানান, বেলা আড়াইটার দিকে শিক্ষাবোর্ডের সামনে গণিতের ফল পুনঃনিরীক্ষনের দাবিতে শতাধিক শিক্ষার্থী অবস্থান নেয়।
আধাঘণ্টার মধ্যে বোর্ড সচিব তাদের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সরে যায় বলে জানান তিনি।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড সচিব পিযুষ দত্ত বলেন, যাদের ফল নিয়ে আপত্তি আছে বা যারা মনে করছে কাঙ্কিত ফল আসেনি- তাদেরকে আমরা আগামী ১৮ মে রাত ১২ টা পর্যন্ত টেলিটকের মাধ্যমে আবেদন করতে বলেছি।
সচরাচর ফলাফল প্রকাশের পর ফল পুনঃনিরীক্ষণে এক সপ্তাহ সময় দেওয়া থাকে বলে জানান তিনি।