চট্টগ্রাম, ৮ জুন (অনলাইনবার্তা): চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যার ঘটনায় ছাত্রশিবিরের সাবেক এক কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে সিএমপির অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য্য সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বুধবার সকালে হাটহাজারী থেকে আবু নাসের গুন্নু (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
আটক আবু নাসের এর আগে শিবির করতেন বলে জানান সিএমপির অতিরিক্ত কমিশনার। দীর্ঘদিন পর বিদেশে থেকে ফিরে তিনি একটি মাজারে খাদেম হিসেবে ছিলেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
রোববার সকালে বাসার কাছে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন জিইসি মোড়ের ওয়েল ফুডের কাছাকাছি এলাকায় খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা।