Home / টপ নিউজ / এ খুশি ভাষায় প্রকাশ করা সম্ভব না

এ খুশি ভাষায় প্রকাশ করা সম্ভব না

বিনোদন ডেস্ক :

ঢাকাই ছবির সেরা নায়ক শাকিব খান। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তিনি। তথ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’-এর বিজয়ীদের নাম ঘোষণা করে। এতে যৌথভাবে মাহফুজ আহমেদের সঙ্গে শ্রেষ্ঠ নায়কের স্বীকৃতি পেয়েছেন শাকিব। এসএ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবির জন্য এ পুরস্কারে তুলে নেন ঢালিউডের এই সুপারস্টার। শাকিব বললেন,‘ছবির গল্প অনেকটা আমার জীবনের ছায়া অবলম্বনে ছিল। নিজের চরিত্রে অভিনয় করে দেশের সবচেয়ে বড় সম্মান পাওয়ায় আমি অনেক খুশি। এ খুশি ভাষায় প্রকাশ করা সম্ভব না।’ এর আগে ২০১০ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ও ২০১২ সালে শাহীন সুমন পরিচালিত ‘খোদার পরে মা’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শাকিব।

সাব্বির//এসএমএইচ //মে২০, ২০১৭

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...