চট্টগ্রাম, ৯ মে (অনলাইনবার্তা): প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বামী এবং বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে মোনাজাত করেছেন।সোমবার (৯ মে) তার রাজধানীর ধানমন্ডির বাসভবন সুধাসদনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে শেখ হাসিনা ও ওয়াজেদ মিয়ার স্বজন এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। এছাড়াও ছিলেন প্রধানমন্ত্রী ও ওয়াজেদ মিয়ার শুভানুধ্যায়ীরা।