চট্টগ্রাম, ২২ মে (অনলাইনবার্তা): আফ্রিকার দেশ কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।
শনিবার (২১ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো দেশটির ওকাপি রেডিওর বরাত দিয়ে জানিয়েছে, পাশের দেশ জাম্বিয়া থেকে ৭০ জন যাত্রী নিয়ে একটি বাস কঙ্গোতে আসছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চাকার সঙ্গে কোনো ভারি বস্তুর ধাক্কা লাগে। এতে বাসে আগুন ধরে যায় এবং অনেকের মৃত্যু ঘটে। হাসপাতালে নেওয়ার পরও কয়েকজন যাত্রী মারা যান।
বাসটি ৫০০ কিলোমিটার যাত্রা করে আসে এবং কঙ্গোর বেশিরভাগ রাস্তা কাঁচা এবং দুর্বল রক্ষণাবেক্ষণের। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।