Home / টপ নিউজ / কলকাতার হাসপাতালে নুসরাত ফারিয়া

কলকাতার হাসপাতালে নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক :

কলকাতার হাসপাতালে ভর্তি রয়েছেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। একটানা শুটিং করে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ২০ আগস্ট কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন তিনি। বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন ফারিয়া নিজেই।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এর আগে জীবনে কখনও এরকম অসহায় বোধ করিনি। আমি নিজেকে কঠিন মেয়ে ভাবতাম।’
ফারিয়া লেখেন, ‘আমি ভালো নেই। কলকাতায় একটি চলচ্চিত্রের শুটিং করতে এসে অতিরিক্ত জ্বর ও শারীরিক দুর্বলতার কারণে একটি হাসপাতালে ভর্তি হয়েছি। তবে আগের থেকে এখন কিছুটা সুস্থ আছি।’
সম্প্রতি ‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিংয়ের কাজে থাইল্যান্ড গিয়েছিলেন নুসরাত ফারিয়া। সেখান থেকে আসেন কলকাতায়। সেখানে শুক্রবার রাতে ফারিয়া কিছুটা অসুস্থ হয়ে পড়েন।
শনিবার সকালে তার অসুস্থতার পরিমাণ বেড়ে যায়। এরপর প্রচণ্ড জ্বর নিয়ে শহরের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন তিনি। ফারিয়া এখন সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। 

 আরডি/ এসএমএইচ // ২২ আগস্ট ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...