আন্তর্জাতিক ডেস্ক :
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় অন্তত ১৭ ভারতীয় সেনা নিহত হয়েছেন। এনডিটিভির খবরে বলা হয়, রবিবার ভোররাতে কাশ্মীরের উরি এলাকার এ ঘটনায় হামলাকারী চার বিচ্ছিন্নতাবাদীও নিহত হয়েছেন। ২০১৪ সাল থেকে কাশ্মীরের উত্তরাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের চালানো হামলাগুলোর মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, চারজন হামরাকারী উরির ওই ঘাঁটিতে অনুপ্রবেশ করে হামলা চালায়, ছয় ঘণ্টা ধরে চলা লড়াইয়ে তারা সবাই নিহত হয়েছেন।
আরডি/ ১৮ সেপ্টেম্বর ২০১৬।