খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে এসএসসি পরীক্ষার ফরম পুরণ করার সুযোগ না পাওয়ায় মোঃ ফারুক হোসেন নামে এক স্কুল ছাত্রের আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এবং তার দুই সহপাঠি নিরুদ্দেশ হয়েছে। আত্মহত্যার চেষ্টা কারী ছাত্র লক্ষ্মীপুর সদর গুচ্ছগ্রামে এলাকার আব্দুল মান্নানের ছেলে। সে বর্তমানে লক্ষ্মীছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আত্মহত্যা চেষ্টা কারী ফারুকের পিতা আব্দুল মান্নান গণমাধ্যম কর্মীদের জানান, ফারুক হোসেন এবং তার দুই সহপাঠি ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থী তারা তিনজনই টেষ্ট পরীক্ষায় পাঁচ বিষয় করে ফেল করায় স্কুল কর্তৃপক্ষ তাদের ফরম পুরনের সুযোগ দেয়নি। তাই সে হতাশা গ্রস্থ হয়ে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। গত দুইদিন ধরে তার দুই সহপাঠীকেও পাওয়া যাচ্ছেনা।তিনি আরো বলেন স্কুল কর্তৃপক্ষের অতিরিক্ত অর্থের দাবী মেটাতে না পারায় তারা আমার সন্তান সহ বেশ কয়েকজনকে পরীক্ষার ফরম পূরনের সুযোগ দেয়নি। এ বিষয়ে লক্ষ্মীছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকী অভিযোগ অস্বীকার করে বলেন, এখন পরিচালনা কমিটির অনুমতি ছাড়া আমার কিছুই করার নেই। ফরম পুরনের সুযোগ না পাওয়া ছাত্র-ছাত্রীর অভিভাবকদের দাবী বিদ্যালয়ের ষাট জন শিক্ষার্থীদের মধ্যে মাত্র তিনজন শিক্ষার্থী সব বিষয় পাশ করেছে, তাহলে অন্যদের অবৈধ ভাবে ফরম পূরনের সুযোগ দিলে, আমাদের সন্তানদের ও সেই সুযোগ দেয়া হউক।
আরডি//এসএমএইচ// ২৭ নভেম্বর/ ২০১৬।