খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন, মাটিরাঙ্গা উপজেলার মুসলিম পাড়া গ্রামের বাসিন্দা মো: মোস্তফা প্রকাশের ছেলে মো: ইব্রাহিম খলিল (২৮), মো: ইউনুছ মিয়ার ছেলে মো: হাবিবুর রহমান(২৬)
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার এসআই মো: রুহুল আমিন ও এএসআই মো: রুবায়েত হোসেন এর নেতৃত্বে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি দল মাটিরাঙ্গা উপজেলার বাইল্যাছড়ি এলাকা থেকে তাদেরকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছে ৪৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যম কর্মীদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাটিরাঙ্গা উপজেলার বাইল্যাছড়ি এলাকা থেকে তাদেরকে আটক করে। তারা দুজনই ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এসময় তাদের কাছে ৪৫ পিচ ইয়াবা পাওয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃতদের আদালতে হাজির করার প্রস্তুতি চলছিলো।
আরডি/ এসএমএইচ/ ৪ ডিসেম্বর ২০১৬।