Home / টপ নিউজ / খালেদার গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

খালেদার গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৫ আগস্ট জন্মদিন পালন সংক্রান্ত মামলায় সিএমএম আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।

শনিবার সকাল পৌনে ১১টায় রাজধানীতে মিছিলটি বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিজয়নগর মোড় থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড় গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।

মিছিলে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান দুলাল, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম স্বপন, যুবদলের কেন্দ্রীয় সদস্য গিয়াস উদ্দিন মামুন, বাড্ডা থানা সভাপতি জাহাঙ্গীর মোল্লা, সাধারণ সম্পাদক রেজাউল করিম, শেরে বাংলা নগর থানার সভাপতি মো. সজিব, গুলশান থানা যুবদলের সাধারণ সম্পাদক মামুন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, সাধারণ সম্পাদক মো. সোলায়মানসহ শতাধিক নেতাকর্মী।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ‘ভুয়া’ জন্মদিন পালনের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গত বছরের ১৭ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকা মহানগর হাকিম মো. মাজহারুল ইসলামের আদালত।

‘ভুয়া জন্মদিন’ পালনের অভিযোগে গত বছরের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ওই মামলাটি করেন। মোহাম্মদ মাজহারুল ইসলামের আদালতে দণ্ডবিধির ১৯৮ ও ৪৬৯ ধারায় অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়।

আরডি/ এসএমএইচ/ ১৯ নভেম্বর ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...