চট্টগ্রাম, ৮ মে (অনলাইনবার্তা): দেশবিরোধী চক্রান্তের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ১৪ দল।
রোববার (০৮ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের গণসমাবেশে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। দেশে গুপ্তহত্যা ও সন্ত্রাসের প্রতিবাদে এ গণসমাবেশের আয়োজন করা হয়।
১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া দেশবিরোধী চক্রান্ত শুরু করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলসহ খালেদা জিয়াকে রাজনীতিতে প্রতিহত করবো।
দেশে গুপ্তহত্যা ও সন্ত্রাসের প্রতিবাদে আগামী ১৫ মে রাজশাহীতে ও ২৪ মে প্রতিটি জেলায় ১৪ দলের গণসমাবেশ কর্মসূচিরও ঘোষণা দেন তিনি।