চট্টগ্রাম, ৩ জুলাই (অনলাইনবার্তা): শুক্রবার গুলশানে হামলার ঘটনায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস (আইএস) জড়িত নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দেশে আইএস-এর কোনো অস্তিত্ব নেই, কাজেই এই সন্ত্রাসী হামলায় আইএস জড়িত নয়। স্থানীয়ভাবে গড়ে ওঠা জঙ্গি সংগঠন এ হামলা চালিয়েছে এবং পর্দার আড়াল থেকে একটি চক্র এতে উৎসাহ যুগিয়েছে। খবর বাসসের।
এই হামলার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘হামলাকারীদের সঙ্গে আইএস-এর কোনো যোগসূত্র নেই। তবে এটা সত্য যে, তারা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছে।’
এ সময় তিনি বলেন, ‘হামলাটি পূর্ব পরিকল্পিত এবং দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির নীল নকশারই অংশ।’
শুক্রবার সন্ত্রাসীরা গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ ‘হলি আর্টিসান বেকারি’ হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করে। ছয় জঙ্গি এবং দুই পুলিশ কর্মকর্তাও এই ঘটনায় মারা যান।