Home / জেলা সংবাদ / গুলশান ট্র্যাজেডির প্রতিবাদে সিইউজের মানববন্ধন ও সমাবেশ

গুলশান ট্র্যাজেডির প্রতিবাদে সিইউজের মানববন্ধন ও সমাবেশ

চট্টগ্রাম, ৪ জুলাই (অনলাইনবার্তা): গুলশান হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত  মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা যাবে না। সন্ত্রাসবাদ নির্মূল করতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সোমবার (৪ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশে বৃষ্টি উপেক্ষা করে অংশ নেন চট্টগ্রামের সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী নেতারা। সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনকালীন সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

সিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সিইউজে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

সমাবেশে বক্তব্য দেন বিএফইউজে সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সিইউজের সহসভাপতি নিরুপম দাশগুপ্ত, বিএফইউজে যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, এম নাসিরুল হক, মোস্তাক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম বিশ্বাবদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. বেনু কুমার দে, সাবেক সাধারণ সম্পাদক ও ডিন কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. সেকান্দর চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, পরিবেশবিদ ও মুক্তিযোদ্ধা প্রফেসর ইদ্রিস আলী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) জেলা সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, শিক্ষক সমিতির চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, সিউজের প্রতিনিধি ইউনিটের প্রধান ও বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি সমীর কান্তি বডুয়া, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশেনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক অনুরূপ টিটু, সুপ্রভাত বাংলাদেশের প্রধান প্রতিবেদক ভূঁইয়া নজরুল, বাংলাদেশের হিন্দু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শ্যামল পালিত, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, গণজাগরণ মঞ্চের সংগঠক শরীফ চৌহান প্রমুখ।

উপস্থিত ছিলেন সিউজের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, নাজিমুদ্দিন শ্যামল, আজাদী ইউনিটের প্রধান হাসান আকবর, সুপ্রভাত বাংলাদেশ ইউনিট প্রধান স.ম ইব্রাহিম,বীর চট্টগ্রাম মঞ্চের নুরুল আমিন চৌধুরী, টিভি ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান মাসুদুল হক, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব, উদীচীর কেন্দ্রীয় নেতা সুনীল ধর, সংস্কৃতি সংগঠক খোরশেদ আলম প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ গণতন্ত্রের মাধ্যমে এগিয়ে চলছে, সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আগামীতেও গণতন্ত্রের এ অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না।  যারা ধর্মের নামে সন্ত্রাস করে, মানুষ  খুন করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায় তারা জাতির শত্রু।  এসব সন্ত্রাসী কার্যকলাপ ও হত্যাকাণ্ড প্রতিরোধে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...