চট্টগ্রাম, ১২ মে (অনলাইনবার্তা): চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার এক যৌথ পরিবারে গ্যাস বিলের টাকা দেওয়া-না দেওয়া নিয়ে ভাইয়ের সঙ্গে মারামারির পর এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
নিহত শফিকুল ইসলাম শফিকের (৪৫) শরীরে জখমের চিহ্ন থাকলেও মৃত্যুর কারণ নির্দিষ্ট করে বলতে পারছে না পুলিশ।
বায়েজিদ থানার ওসি মো. মহসিন জানান, বৃহস্পতিবার সকালে নগরীর বায়েজিদ থানাধীন ট্যানারি বটতল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত শফিক ওমান প্রবাসী ছিলেন। ২০১১ সালে দেশে ফিরে পাইপ ফিটিং এর কাজ শুরু করেন।
ট্যানারি বটতল এলাকায় শফিকদের চার ভাইয়ের কয়েকটি ভাড়া ঘর আছে। শফিকও সেখানেই থাকতেন। চার ভাইয়ের মধ্যে শফিক সেজো। মেজ ভাই মুসা ও তার স্ত্রীর সঙ্গে শফিকের ঝগড়া ও মারামারি হয়।
বায়েজিদের ওসি মহসিন বলেন, ১০ হাজার টাকা বিল বকেয়া থাকায় কয়েকদিন আগে শফিকদের যৌথ মালিকানাধীন বাসার গ্যাস সংযোগ কেটে দেওয়া হয়।
“চার ভাইয়ের প্রত্যেকের ভাগে বকেয়া বিলের আড়াই হাজার টাকা করে পরে। এই বিল পরিশোধ নিয়ে কয়েকদিন আগে ভাইদের মধ্যে ঝগড়াও হয়।”
বৃহস্পতিবার সকালে শফিকদের এক খালা তাদের বাসায় বেড়াতে আসেন।
ওসি মহসিন বলেন, খালার কাছে এ নিয়ে অভিযোগ করেন শফিক। একে কেন্দ্র করে মেজো ভাই মুসা ও তার স্ত্রীর সাথে শফিকের কথা কাটাকাটি ও মারামারি হয়।
“সকাল ৮টার দিকে এ ঘটনার পর নিজ ঘরে শুয়ে ছিলেন শফিক। সকাল ১০টার দিকে অসুস্থ বোধ করায় তিনি টেম্পোতে চড়ে হাসপাতালে যাচ্ছিলেন।”
টেম্পোতে থাকা অবস্থাতেই শফিক অচেতন হয়ে পড়েন। টেম্পোচালক শফিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।