চট্টগ্রাম, ৪ মে (অনলাইনবার্তা): তারুণ্যের ফ্যাশন ব্র্যান্ড জেন্টল পার্ক এনেছে গরমে পরার উপযোগী সব পোশাক। তরুণ তরুণীদের জন্য প্যাটার্ন বৈচিত্র্যে থাকছে ক্লোড স্লোডার, গাউন, চিনো প্যান্ট, কুল এবং এসিড ওয়াশ প্রোডাক্ট।
কটন, সিফন জর্জেট কাপড় ব্যবহার করে তৈরি করা হয়েছে বিশেষ ফরমাল ও ক্যাজুয়াল পোশাক।
তাই গরমে আরামের রঙিন পোশাকের খোঁজে খোঁজ করতে পারেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কক্সবাজার আর বগুড়ার শোরুমে।
গরমের পোশাকগুলো পাওয়া যাবে ৯৯০ থেকে ৪০০০ টাকার মধ্যেই। স্টোরগুলোর পাশাপাশি অনলাইনে ফেসবুক পেইজে পাবেন নিত্যনতুন পোশাকের আপডেট ।