চট্টগ্রাম, ২৩ মে (অনলাইনবার্তা): সরকারের নির্দেশে ঘূর্ণিদুর্গতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও ত্রাণ কাজে অংশ নিচ্ছে নৌবাহিনীর ৬টি জাহাজ ও হাইস্পিড বোটসহ প্রায় পাঁচশরও বেশি নৌ সদস্য।
সমুদ্র উপকূলবর্তী দ্বীপ কুতুবদিয়া, মহেশখালী ও আশপাশের এলাকায় জরুরিভাবে নৌ সদস্যদের মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর একাধিক কন্টিনজেন্ট সেখানকার স্থানীয় প্রশাসনকে সহায়তা দিচ্ছেন। এছাড়া টেকনাফ, কক্সবাজার ও চট্টগ্রামের উপকূলীয় এলাকায় গভীর সমুদ্রে নৌবাহিনীর বেশ কয়েকটি টিম তল্লাশি চালাচ্ছে।
চাল, ডাল, গুড়, লবণ, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও জীবন রক্ষাকারী ঔষধ নৌবাহিনীর জলযানযোগে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে দেশের বিভিন্ন উপূকলীয় এলাকায় কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং এসব এলাকায় খাদ্য ও পানির সংকট দেখা দিয়েছে।
দুর্গত এলাকায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনী এই ত্রাণ বিতরণ ও জরুরী চিকিৎসা সেবা চালিয়ে যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।