নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম মহানগরীর পাচঁলাইশ থানার মুরাদপুর এলাকায় এন মোহাম্মদ প্লাস্টিকের পিছনে বসত বাড়ীতে আগুন লেগেছে।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে এন মোহাম্দ প্ল্যাস্টিরে পিছনে শুলকবহর বস্তিতে এ আগুনে সূত্রপাত হয়। আগুনে ইতোমধ্যে বেশ কয়েকটি বস্তিঘর পুড়ে গেছে বলে প্রতক্ষ্যদর্শীরা জানান।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের অপারেটর সরওয়ার জাহান বলেন, আগুল লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আটটি গাড়ী ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
মুক্তা // এসএমএইচ // মার্চ ২৮, ২০১৭