নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর খুলশী থানার লালখান বাজার ঢেবার পাড় এলাকায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহত মো. বেলাল (৩০) আকবরশাহ থানার বিশ্বকলোনি এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়ে খুলশী থানার ওসি নিজাম উদ্দিন জানান, দুপুরে বেলাল তার বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন ঢেবার পাড় এলাকায়। একপর্যায়ে বন্ধুদের সাথে কিছু বিষয় নিয়ে বেলালের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সেই বন্ধুদের ছুরিাকাঘাতে বেলাল নিহত হয়। বেলালের শরীরে ছুরিকাঘাতের বেশ কয়েকটি চিহ্ন রয়েছে ।
পুলিশের ধারণা, বেলাল ও তার সঙ্গীরা নেশাজাতীয় কোনো দ্রব্য গ্রহণ করছিলেন, তখন কিছু নিয়ে বাগ-বিতণ্ডার জের ধরে বেলালকে খুন করা হয়।
লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানান ওসি।
আরডি/ এসএমএইচ // ২৮ জুলাই ২০১৬।